Custom & Shipping Charges
Updated on 25th May, 2023
আমরা যেহেতু B2B বিজনেস করি তাই বানিজ্যিক উদ্দেশ্যে আনা পন্যের জন্য অবশ্যই আপনাকে কাস্টমস ট্যাক্স ও চায়না থেকে বাংলাদেশে শিপিং চার্জ প্রদান করতে হবে। আপনি অর্ডার করার সময় পন্যের মুল্য ও শিপিং/কাষ্টমস চার্জ প্রতি কেজির রেট দেখাবে। যা পণ্য আসার পর প্রকৃত ওজনের উপর হিসাব হবে।
কাস্টমস ও শিপিং চার্জ পন্য/অর্ডার ভ্যালুর উপর কম/বেশি হয়ে থাকে। যেহেতু আমাদের সকল পণ্য মিক্সড হয় তাই এভারেজ করে রেট নির্ধারন করা হয় যা আমাদের পণ্যের পেজে Shipping Charge এর কলামে প্রতি কেজি রেট উল্লেখ থাকে এবং পণ্য আসার পর উল্লখিত রেট অনুযায়ী চার্জ করা হয়। শিপিং রেট পন্যের ক্যাটাগরি, অর্ডার ভ্যালু, অর্ডারের পরিমান এর উপর নির্ভর করে।
কাস্টমস ও শিপিং চার্জ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে এয়ার ভাড়া, CNF চার্জ ও বিভিন্ন কারনে, তবে আপনি যখন অর্ডার করবেন তখন যে রেট আমাদের সাইটে দেখাবে সেটাই পণ্য আসার পর কার্যকর থাকবে। তাই আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আমাদের সাইট থেকে।
আমাদের বেশিরভাগ ব্যবসা হয় যারা নতুন উদ্যোক্তা বা ছোট/মাঝারী ব্যবসায়ী। তাই আমাদের অর্ডারগুলি হয় ছোট সাইজের। কিন্তু পন্যগুলি চায়না থেকে বড় কার্টুনে রি-প্যাকিং করে তারপর শিপমেন্ট করতে হয়। উক্ত বড় কার্টুনের জন্য আমাদের চায়নাতে পেমেন্ট করতে হয় এবং এয়ার/শিপ/কাস্টমস সবাইকে টোটাল ওজনের উপরে পেমেন্ট করতে হয়। কিন্তু আমাদের বেশিরভাগ কাস্টমার এই বড় কার্টুনের ভাগ নিতে চান না। তাই আমাদের প্রতিটি পণ্য আলাদা করে ওজন করতে হয়। যেমন আপনার কোন প্যাকেট এর ওজন ৬২০ গ্রাম হলো তাহলে 620গ্রাম হিসাব হবে। যদি আপনার একাধিক অর্ডার থাকে তাহলেও প্রতি প্যাকেট আলাদা আলাদা ওজন হিসাব হবে।