Secured Payment
Updated on 25th May, 2023
বর্তমানে অনলাইন বিজনেস এর বড় অন্তরায় হচ্ছে অনিরাপদ লেনদেন। কিছু না জেনে না বুঝে ব্যাক্তিগত বিকাশ একাউন্টে পেমেন্ট করে অনেকেই প্রতারিত হবার খবর আমরা নিয়মিত পেয়ে থাকি পেপার/ফেসবুক এর মাধ্যমে। এক্ষেত্রে গ্রাহকদের সচেতন হওয়া প্রয়োজন। তাই আপনাদের পেমেন্ট কে ১০০% সিকিউরড করতে পেমেন্ট গুলি হবে আইনসিদ্ধ মাধ্যমে যাতে করে আপনি প্রতারিত হলে আইনানুগ ব্যাবস্থা নিতে পারেন। আমাদের পেমেন্ট মাধ্যমগুলি নিম্নে তুলে ধরা হলো
সবসময় ব্যাংকে লেনদেন সর্বাধিক নিরাপদ। যেকোন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে তাদের নামের একাউন্ট ব্যাবহার করুন। এতে আপনার কাছে ব্যাংকের দেয়া পেমেন্ট ডকুমেন্ট থাকবে এবং প্রয়োজনে তা প্রমান হিসাবে উপস্থাপন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স, অফিস ভাড়ার দলিল, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয় ফলে প্রয়োজনে আপনি ব্যাংক থেকে সাহায্য নিতে পারবেন।
যেকোন বিজনেস লেনদেন করতে বিকাশ মার্চেন্ট একাউন্টে লেনদেন করা উচিৎ কারন ব্যাক্তিগত একাউন্ট বিকাশ হিসাবে বড় পেমেন্ট করা যায়না এবং যদি করা হয় সেটাও আইনসিদ্ধ নয়। আপনারা জানেন বিকাশ শুধুমাত্র ব্যাবসায়ীদেরকে মার্চেন্ট একাউন্ট দিয়ে থাকে। বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে বিকাশের কাছে আপনার ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয়। কোন কারনে যদি আপনি কোন মার্চেন্ট দ্বারা প্রতারিত হন তাহলে বিকাশের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নিতে পারবেন।
কার্ডে পেমেন্ট ও ব্যাংকের মতই নিরাপদ কারন গেটওয়ে নিতে ব্যাংকের মত সব ডকুমেন্ট গেটওয়ে কোম্পানীতে জমা দিতে হয়। তাছাড়া গেটওয়ে কোম্পানী বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করতে চাইলে এক্সট্রা চার্জ দিতে হতে পারে।
আমাদের উপরিউক্ত সবগুলি পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনার সুবিধা মত যেকোন মাধ্যমে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন।
❌❌❌ক্যাশ লেনদেন এর ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি, যদি একান্তই ক্যাশ পেমেন্ট করতে হয় তাহলে অফিসে এসে পেমেন্ট করে ডকুমেন্ট নিতে হবে।❌❌❌